১৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা হেড টু হেড সর্বপ্রথম দেখা হয় যেখানে প্তথম ম্যচে ৬-১ গোল ব্যবধানে বিশাল জয় পায় আর্জেন্টিনা। তার পর থাকে এখনও পর্যন্ত আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা হেড টু হেড পরিসংখ্যানে ২৯ বার দেখায় আর্জেন্টিনা ২৪ ম্যাচে জয়, ২ ম্যাচে পরাজয় ও ৩ ম্যাচে ড্রা হয়। সর্বশেষ দুই দলের মুখোমুখি দেখা হয় ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে ১১/১০/২০২৪ তারিখে যেখানে ১-১ গোলে ড্রা হয়।
সারসংক্ষেপ
মোট ম্যাচ | ২৯ |
আর্জেন্টিনা জয় | ২৪ |
ভেনেজুয়েলা জয় | ২ |
আর্জেন্টিনা জয় % | ৮২.৭৬% |
ভেনেজুয়েলা জয় % | ৬.৮০% |
ড্রা | ৩ |
ড্রা হওয়ার % | ১০.৩৪% |
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা পরিসংখ্যান হেড টু হেড
তারিখ | জয়ী দল | স্কোর | প্রতিযোগিতা |
১১ অক্টবর ২০২৪ | ড্রা | ১-১ | ফিফা বিশ্বকাপ |
২৫ মার্চ ২০২২ | আর্জেন্টিনা | ৩-০ | ফিফা বিশ্বকাপ |
০২ সেপ্টেম্বর ২০২১ | আর্জেন্টিনা | ৩-১ | ফিফা বিশ্বকাপ |
২৮ জুন ২০১৯ | আর্জেন্টিনা | ০-২ | কোপা আমেরিকা |
২২ মার্চ ২০১৯ | ভেনেজুয়েলা | ৩-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
০৫ সেপ্টেম্বর ২০১৭ | ড্রা | ১-১ | ফিফা বিশ্বকাপ |
০৬ সেপ্টেম্বর ২০১৬ | ড্রা | ২-২ | ফিফা বিশ্বকাপ |
১৮ জুন ২০১৬ | আর্জেন্টিনা | ৪-১ | কোপা আমেরিকা |
২২ মার্চ ২০১৩ | আর্জেন্টিনা | ৩-০ | ফিফা বিশ্বকাপ |
১১ অক্টবর ২০১১ | ভেনেজুয়েলা | ১-০ | ফিফা বিশ্বকাপ |
০২ সেপ্টম্বর ২০১১ | আর্জেন্টিনা | ১-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
১৬ মার্চ ২০১১ | আর্জেন্টিনা | ৪-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
২৮ মার্চ ২০০৯ | আর্জেন্টিনা | ৪-০ | ফিফা বিশ্বকাপ |
১৬ অক্টবর ২০০৭ | আর্জেন্টিনা | ২-০ | ফিফা বিশ্বকাপ |
১৭ নভেম্বর ২০০৪ | আর্জেন্টিনা | ৩-২ | ফিফা বিশ্বকাপ |
০৯ সেপ্টম্বর ২০০৩ | আর্জেন্টিনা | ৩-০ | ফিফা বিশ্বকাপ |
২৮ মার্চ ২০০১ | আর্জেন্টিনা | ৫-০ | ফিফা বিশ্বকাপ |
২৬ এপ্রিল ২০০০ | আর্জেন্টিনা | ৪-০ | ফিফা বিশ্বকাপ |
০৪ ফেব্রুয়ারি ১৯৯৯ | আর্জেন্টিনা | ২-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
২০ জুলাই ১৯৯৭ | আর্জেন্টিনা | ২-০ | ফিফা বিশ্বকাপ |
০৯ অক্টবর ১৯৯৬ | আর্জেন্টিনা | ৫-২ | ফিফা বিশ্বকাপ |
২১ ডিসেম্বর ১৯৯৫ | আর্জেন্টিনা | ৬-০ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
০৮ জুলাই ১৯৯১ | আর্জেন্টিনা | ৩-০ | কোপা আমেরিকা |
০৯ জুলাই ১৯৮৫ | আর্জেন্টিনা | ৩-০ | ফিফা বিশ্বকাপ |
২৬ মে ১৯৮৫ | আর্জেন্টিনা | ৩-২ | ফিফা বিশ্বকাপ |
১০ আগস্ট ১৯৭৫ | আর্জেন্টিনা | ১১-০ | কোপা আমেরিকা |
০৩ আগস্ট ১৯৭৫ | আর্জেন্টিনা | ৫-১ | কোপা আমেরিকা |
২৫ জানুয়ারি ১৯৬৭ | আর্জেন্টিনা | ৫-১ | কোপা আমেরিকা |
২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ | আর্জেন্টিনা | ৬-১ | প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপ |
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচে আর্জেন্টিনার দল
ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনা ম্যাচে ভেনেজুয়েলার দল
আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা খেলা কবে?
১১ অক্টবর ২০২৪ সালে বাংলাদেশ সময় রাত ৩ টায় ভেনেজুয়েলার মাতুরিন , মোনাগাস শহরে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা খেলা অনুস্থিত হতে যাচ্ছে।
ভেনেজুয়েলা কি আর্জেন্টিনাকে হারিয়েছে?
ভেনেজুয়েলা সর্বশেষ আর্জেন্টিনাকে ২০১৯ এক আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে ৩-১ গোলে পরাজিত করে।