আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার দুইটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি। ইতিমধ্যে আইসিসি বাংলাদেশ বনাম ভারত সিরিজের সময়সূচি ২০২৪ প্রকাশ করেছে। সময়সূচিতে দুটি টেস্টই বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু |
৬ অক্টোবর | সন্ধ্যা ৭টা ৩০ মি. | ১ম টি-টোয়েন্টি | ভারত ৭ উইকেটে জয়ী |
৯ অক্টোবর | সন্ধ্যা ৭টা ৩০ মি. | ২য় টি-টোয়েন্টি | ভারত ৮৬ রানে জয়ী |
১২ অক্টোবর | সন্ধ্যা ৭টা ৩০ মি. | ৩য় টি-টোয়েন্টি | হায়দরাবাদ |
টেস্ট সিরিজের সময়সূচি
তারিখ | সময় | ম্যাচ | ভেন্যু/ ফলাফল |
১৯ সেপ্টেম্বর | সকাল ১০টা | ১ম টেস্ট | ভারত ৮০ রানে জয়ী |
২৭ সেপ্টেম্বর | সকাল ১০টা | ২য় টেস্ট | ভারত ৭ উইকেটে জয়ী |
বাংলাদেশ বনাম ভারত সিরিজে বাংলাদেশের স্কোয়াড়
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ইতিমধ্যে ভারত সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে যেখানে পাকিস্তানের সাথে দারুণ পারফর্ম করা বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা আছেন। চলুন দেখে আসি বাংলাদেশ বনাম ভারত সিরিজে বাংলাদেশের স্কোয়াড়।
বাংলাদেশ বনাম ভারত সিরিজে ভারতের স্কোয়াড়
বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট পরিসংখ্যান
বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার সর্বমোট ১৫ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ মাত্র একটি ম্যাচে জয়লাভ করে ৩ নভেম্বর ২০১৯ সালে। সেই ম্যাচে বাংলাদেশ ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে একমাত্র জয়টি পায়। অন্যদিকে ভারত ১৪ টি ম্যাচেই জয়লাভ করে।
ভারত বাংলাদেশের মধ্যকার টেস্ট ফরম্যাটে এখনও পর্যন্ত ১৫ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই ১৫ ম্যাচের ২ ম্যাচে ড্রা ও ১৩ ম্যাচের জয়লাভ করে ভারত। টেস্ট ক্রিকেটে এখনও একটি ম্যাচেও জয়লাভ করতে পারিনি বাংলাদেশ।
ভারত বাংলাদেশ ওডিআই ক্রিকেট পরিসংখ্যানে ৪১ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে বাংলাদেশ ৮ ম্যাচে জয়লাভ করেছে এবং ভারত জয়লাভ করেছে ৩২ ম্যাচে। ভারত বাংলাদেশের এই ৪১ ম্যাচের ১ ম্যাচে কোন ফলাফল হয়নি।