আর্জেন্টিনা বনাম কলম্বিয়া হেড টু হেড সর্বপ্রথম খেলেছিলো ০৭ই ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে কোপা আমেরিকায়। প্রথম ম্যাচে ৯-১ গোল ব্যাবধানে বিশাল জয় পায় আর্জেন্টিনা। এই পর থেকে এখনও পর্যন্ত সর্বমোট ৪৪ ম্যাচ খেলে আর্জেন্টিনা জয় পায় ২৬ ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমান ৫৯.০০ শতাংশ। অন্যদিকে কলম্বিয়ার জয় ১০ ম্যাচে। কলম্বিয়ার জয়ের পরিমান ২২.৭৩ শতাংশ। দুই দলের মুখোমুখি ৪৪ ম্যাচের ৮ ম্যাচ ড্রা হয়। ড্রার পরিমান ১৮.১৮ শতাংশ।
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া হেড টু হেড
মোট | ৪৪ ম্যাচ |
আর্জেন্টিনার জয় | ২৬ ম্যাচ |
কলম্বিয়ার জয় | ১০ ম্যাচ |
আর্জেন্টিনার জয় % | ৫৯.০০% |
কলম্বিয়ার জয় % | ২২.৭৩% |
ড্রা / ফলাফল হয়নি | ৮ ম্যাচ |
ড্রা / ফলাফল হয়নি % | ১৮.১৮% |
আর্জেন্টিনা গোল দিয়েছে | ৭৭ টা |
কলম্বিয়া গোল দিয়েছে | ৪২ টা |
প্রথম খেলেছিল | ০৭ই ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে |
সর্বশেষ খেলেছিল | ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ সালে |
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া পরিসংখ্যান ১৯৪৫ – ২০২৪
তারিখ | স্কোর | জয়ী দল | প্রতিযোগিতা |
---|---|---|---|
১০/০৯/২০২৪ | ২-১ | কলম্বিয়া | ফিফা বিশ্বকাপ |
১৪/০৭/২০২৪ | ১-০ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
০১/০২/২০২২ | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
০৬/০৭/২০২১ | ১(৩)-১ (২) | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
০৮/০৬/২০২১ | ২-২ | ড্রা | ফিফা বিশ্বকাপ |
১৫/০৬/২০১৯ | ০-২ | কলম্বিয়া | কোপা আমেরিকা |
১১/০৯//২০১৮ | ০-০ | ড্রা | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
১৫/১১/২০১৬ | ৩-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১৭/১১/২০১৫ | ০-১ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
২৬/০৬/২০১৫ | ০-১ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
০৭/০৬/২০১৩ | ০-০ | ড্রা | ফিফা বিশ্বকাপ |
১৫/১১/২০১১ | ১-২ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
০৬/০৭/২০১১ | ০-০ | ড্রা | কোপা আমেরিকা |
০৬/০৬/২০০৯ | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
২০/১১/২০০৭ | ২-১ | কলম্বিয়া | ফিফা বিশ্বকাপ |
০২/০৭/২০০৭ | ৪-২ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
৩০/০৩/২০০৫ | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
২০/০৭/২০০৪ | ৩-০ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
২৭/০৬/২০০৪ | ০-২ | কলম্বিয়া | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
১৮/১১/২০০৩ | ১-১ | ড্রা | ফিফা বিশ্বকাপ |
০৩/০৬/২০০১ | ০-৩ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
২৯/০৬/২০০০ | ১-৩ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১৩/১০১৯৯৯ | ২-১ | আর্জেন্টিনা | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
০৪/০৭/১৯৯৯ | ০-৩ | কলম্বিয়া | কোপা আমেরিকা |
১৬/১১/১৯৯৭ | ১-১ | ড্রা | ফিফা বিশ্বকাপ |
১২/০২/১৯৯৭ | ০-১ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
১১/১০/১৯৯৫ | ০-০ | ড্রা | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
০৫/০৯/১৯৯৩ | ০-৫ | কলম্বিয়া | ফিফা বিশ্বকাপ |
১৫/০৮/১৯৯৩ | ২-১ | কলম্বিয়া | ফিফা বিশ্বকাপ |
০১/০৭/১৯৯৩ | ০-০ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
২৩/০৬/১৯৯৩ | ১-১ | ড্রা | কোপা আমেরিকা |
২১/০৭/১৯৯১ | ২-১ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
০৯/০৩/১৯৮৯ | ১-০ | কলম্বিয়া | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
১১/০৭/১৯৮৭ | ১-২ | কলম্বিয়া | কোপা আমেরিকা |
০৬/১২/১৯৮৬ | ২-০ | আর্জেন্টিনা | দক্ষিণ আমেরিকা গেম |
২৪/১১/১৯৮৬ | ৩-১ | আর্জেন্টিনা | দক্ষিণ আমেরিকা গেম |
১৬/০৬/১৯৮৫ | ১-০ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
০২/০৬/১৯৮৫ | ১-৩ | আর্জেন্টিনা | ফিফা বিশ্বকাপ |
২৪/০৮/১৯৮৪ | ১-০ | কলম্বিয়া | আন্তর্জাতিক ফ্রেন্ডলি |
২২/০৬/১৯৭২ | ৪-১ | আর্জেন্টিনা | ইন্ডিপেন্ডেন্টস |
১০/০৩/১৯৬৩ | ৪-২ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
১৩/০৩/১৯৫৭ | ৮-২ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
১৮/১২/১৯৪৭ | ৬-০ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
০৭/০২/১৯৪৫ | ৯-১ | আর্জেন্টিনা | কোপা আমেরিকা |
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া কোপা আমেরিকা পরিসংখ্যান
কোপা আমেরিকা পরিসংখানে কলম্বিয়া বনাম আর্জেন্টিনা সর্বমোট ১৬ ম্যাচ খেলে আর্জেন্টিনা ১১ ম্যাচে জয় ৩ পরাজয় ও ২ ম্যাচে ড্রা করে। আর্জেন্টিনা ও কলম্বিয়া সর্বপ্রথম কোপা আমেরিকার ম্যাচ খেলে ১৯৪৫ সালে। প্রথম ম্যাচে ৯-১ গোলে জয় পার আর্জেন্টিনা। দুই দল সর্বশেষ কোপা আমেরিকার ম্যাচ খেলে ১৫ই জুলাই ২০২৪ সালে, যেখানে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা।
কলম্বিয়া আর্জেন্টিনার কোপা আমেরিকা পরিসংখ্যানে আর্জেন্টিনার জয়ের পরিমান ৬৮.৭৫ শতাংশ। অন্যদিকে কলম্বিয়ার জয়ের পরিমান ১৮.৭৫ শতাংশ। হেড টু হেড কোপা আমেরিকা দুই দলের ড্রার পরিমান ১২.৫ শতাংশ।
আর্জেন্টিনা – কলম্বিয়া ফিফা র্যাংকিং পরিসংখ্যান
সর্বশেষ ১৯ শে সেপ্টেম্বর ফিফা প্রকাশিত র্যাংকিং তালিকায় ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা। ২০২২ ফিফা বিশ্বকাপের আগে অর্থাৎ ৬ অক্টবর ২০২২ সালে প্রকাশিত ফিফা র্যাংকিং এ ১৭৭৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় নাম্বারে ছিলো আর্জেন্টিনা। তবে ২০২২ ফিফা বিশ্বকাপের পর ২২ ডিসেম্বার ২০২২ সালে ফিফা আবারো তাদের তালিকা আপডেট করে এবং এই তালিকায় আর্জেন্টিনা ১৮৩৮ পয়েন্ট নিয়ে বেলজিয়ামকে পিছনে ফেলে দ্বিতীয় নাম্বারে আসে। তবে ৬ই এপ্রিল ২০২৩ সালে ফিফা প্রকাশিত ফিফা র্যাংকিং তালিকায় দেখা যাই ১৮৪১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা।
ফিফা র্যাংকিং এ ২০২২ সালে ১৬১৩ পয়েন্ট নিয়ে ১৭ নাম্বারে থাকা কলম্বিয়া ২০২৪ সাল পর্যন্ত ফিফা র্যাংকিং এ পরবর্তী সকল আপডেটে উন্নতি করে ১৭৩৮.৭২ পয়েন্ট নিয়ে তালিকার ৯ নাম্বারে আছে কলম্বিয়া।