২০ শে মার্চ ১৯৮৯ সালে জন্ম নেওয়া তামিম ইকবালের বর্ণময় ওয়ান্ডে ক্যারিয়ারের পরিসংখ্যান সম্পর্কে বিডিক্রিকইনফো সাইটের আজকের প্রতিবেদন থাকছে আপডেট সকল তথ্য। চলুন দেখে আসি তামিম ইকবালের ওয়ানডে ক্যারিয়ার কি বলে।
তামিম ইকবালের ওয়ানডে ক্যারিয়ার
৯ ফেব্রুয়ারি ২০০৭ সালে ওয়ানডে ক্যারিয়ার যাত্রা শুরু করে তামিম ইকবাল। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ম্যাচে মাত্র ৮ বল খেলে ৫ রান করেন। প্রথম ম্যাচে ভাল না করতে পারলেও ক্যারিয়ারে হয়েছেন বাংলাদেশের সেরা ওপেনার ব্যাটসম্যান।
ম্যাচ | ২৪৩ |
ইনিংস | ২৪০ |
রান | ৮,৩৫৭ |
সর্বোচ্চ স্কোর | ১৫৮ |
গড় | ৩৬.৬৫ |
মোট বল খেলেছে | ১০,৬৪২ |
স্টাইক রেট | ৭৮.৫৩ |
সেঞ্চুরি | ১৪ |
অর্ধ সেঞ্চুরি | ৫৬ |
চার | ৯২৫ |
ছয় | ১০৩ |
তামিম ইকাবালের ওয়ান্ডে বোলিং তেমন কোন পরিসংখ্যান নেই বল্লেই চলে। ওয়ান্ডে ক্যারিয়ারে ২৪৩ ম্যাচ খেলে মাত্র ২ ইনিংসে বল করেছেন খান সাহেব।
ম্যাচ | ২৪৩ |
ইনিংস | ২ |
বল করেছে | ৬ |
রান | ১৩ |
উইকেট | ০ |
ইকোনমি রেট | ১৩.০ |